মহেশপুর ইউনিয়নের সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন সময়ে উত্তরাধিকার সনদে উত্তরাধিকারীদের বাদ দিয়ে বা ভূল তথ্যের মাধ্যমে অন্য ব্যক্তিদের মাধ্যমে সংগ্রহ করার ফলে এ ব্যাপারে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ছে। তাই এখন থেকে উত্তরাধিকার সনদ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট উত্তরাধিকারীগনের মধ্য থেকে যে কেউ স্বশরীরে উপস্থিত হয়ে ১. মৃত সনদ ২. উত্তরাধিকারীদের পরিচয়পত্র/জন্ম সনদ ৩. হাল ট্যাক্স প্রদানের রশিদ ৪. উত্তরাধিকার সনদ পাওয়ার জন্য আবেদন সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার/জনপ্রতিণিধির যাচাইপূর্বক সংগ্রহ করতে হবে। বিষয়টি অতীব গুরুত্তপূর্ন।